চুনতি সিরাত মাহফিলে ইউনিফর্ম ও আর্থিক সহযোগিতা


আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক ১৯ দিনব্যাপী  চুনতি সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ৫৫তম সুন্দরভাবে শুরু হয়েছে । 
এই প্রাণের মাহফিলের সাথে মিশে আছে আমাদের হাজারো স্মৃতি, সেই শৈশব থেকে আজকে পর্যন্ত মাহফিলের সম্পৃক্ততা এক ধরনের প্রশান্তি কাজ করে।

ঐতিহাসিক এই মাহফিলের ১৯ দিন ব্যাপী সিরাতের আলোচনা হয় , যে আলোচনা থেকে একজন মানুষ পরিপূর্ণ ইসলামিক জীবন ব্যবস্থা ধারণ করার জন্য দিক নির্দেশনা পেয়ে থাকেন।

মাহফিল পরিচালনায় স্বেচ্ছাসেবকদের  “জন্য নুর আল অদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেনের” পক্ষ থেকে  মোহাম্মদ দিদার এবং সেচ্ছাসেবকের উপস্থিতিতে ইউনিফর্ম এবং আর্থিক সহযোগিতা করেছেন।
যারা মাহফিলের সফলতায় অবদান রেখেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন! এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য সঠিক পথের পাথেয় হয়। আমিন।"

No comments

Powered by Blogger.